Home বিভাগীয় সংবাদ শিব্বির আহমদ ওসমানী’র ঈদুল আযহার শুভেচ্ছা

শিব্বির আহমদ ওসমানী’র ঈদুল আযহার শুভেচ্ছা

639
0

বিশেষ প্রতিনিধি: জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগন্জ উপজেলাবাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, এস.এ.ও ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিলেট ক্যামব্রিয়ান কলেজের প্রিন্সিপাল ও ডেইলি আমার বাংলা সম্পাদক, তরুণ উদ্যোক্তা, শিক্ষাবিদ, সাংবাদিক ও মানবাধিকারকর্মী অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী।

মঙ্গলবার এক শুভেচ্ছা বার্তায় তরুণ উদ্যোক্তা, শিক্ষাবিদ, সাংবাদিক ও মানবাধিকারকর্মী অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী শুভেচ্ছা জানিয়ে বলেন, ত্যাগ আর কোরবানিই হচ্ছে পবিত্র ঈদুল আযহার মূল শিক্ষা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ইসলাম বিদ্বেষী সকল শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঈদ আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করার শিক্ষা দেয় এবং আল্লাহর হুকুম অনুযায়ী সার্বিক জীবন পরিচালিত করে জুলুম, দুর্নীতিমুক্ত একটি আদর্শ সমাজ গঠনে আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত করে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সকল ভেদাভেদ ভুলে গরীব-অসহায় মানুষের পাশে দাড়িয়ে সকলকে ঈদ আনন্দে শামিল করার মানসিকতা সৃষ্টি হোক।

ঈদ বয়ে নিয়ে আসুক সবার জীবনে সূখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।

Previous articleসরকারের দুঃশাসনে মানুষের মনে ঈদের আনন্দ নেই: রিজভী
Next articleনির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের সুযোগ নাই: শাজাহান খান