Home রাজনীতি শিল্পীরা সমাজকে চাবুক মেরে পথে নিয়ে আসে: সমাজকল্যাণমন্ত্রী

শিল্পীরা সমাজকে চাবুক মেরে পথে নিয়ে আসে: সমাজকল্যাণমন্ত্রী

491
0

ঢাকা: শিল্পী, কবি, সাহিত্যিকরা সমাজকে চাবুক মেরে সঠিক পথে নিয়ে আসে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলী এমপি। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মহাকাল নাট্যসম্প্রদায়ের আয়োজনে ‘শিখণ্ডী কথা’ জাতীয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘মাকড়শা যেমন জালের ভিতর আশ্রয় নেয় শিল্পীরা ও তেমনি তাদের কাজের মাধ্যমে মানুষের মনের ভিতর আশ্রয় নেয়।’
মহসিন আলী বলেন, ‘মহাকাল নাট্যসম্প্রদায় ‘শিখণ্ডী কথা’ নাটকের মাধ্যমে শিখণ্ডীদের দাবিগুলো সমাজের কাছে তুলে ধরায় তাদের অভিনন্দন জানাই।’
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘নাট্য আন্দোলনকে জেলায়, উপজেলায় এমনকি গ্রামে গ্রামে পৌঁছে দিতে নাট্যকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ ব্যাপারে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদের সবাত্মক সহযোগিতা প্রদান করবে।’ তিনি আরো বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধে কবি, সাহিত্যিক, শিল্পীদের গৌরবোজ্জল ভূমিকার কথা জাতি চিরদিন স্মরণ করবে।’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, মঞ্চসারথি আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ ডিপার্টমেন্টের অধ্যাপক ড. ইস্রাফিল শাহিন, সচেতন শিল্পী সংঘের সভাপতি শিখণ্ডী প্রতিনিধি সেলিনা ইসলাম, নাট্যকার আনন জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন ‘শিখণ্ডী কথা’ জাতীয় উৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী মীর জাহিদ হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে মহাকাল নাট্য সম্প্রদায় আমিনুল আশরাফের পরিকল্পনা ও নির্দেশনায় পরিবেশন করেন জাগরণী কোরিওগ্রাফি ‘জাগো’। শিখণ্ডীদের প্রতিনিধিত্বকারী সংগঠন সচেতন শিল্পী সংঘ সেলিনা ইসলামের পরিকল্পনা ও নির্দেশনায় পরিবেশন করেন ‘মঙ্গলদীপ জ্বালো’। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘শিখণ্ডী কথা’ নাটক পরিবেশন করেন বরিশাল বিভাগের বরগুনা থিয়েটার , নির্দেশনায় ছিলেন অমৃতাভ মিহির।
উল্লেখ্য, মহাকাল নাট্য সম্প্রদায়ের মানবিক নাট্য প্রযোজনা বাংলাদেশের প্রথম হিজড়া সমাজের সুখ-দুঃখ কথামালার গাঁথা গবেষণা নাটক ‘শিখণ্ডী কথা।’ এর ১৫০তম মঞ্চায়ন উপলক্ষে ‘শিখণ্ডীর কান্দনে কাঁপে আর কাঁদে আকাশের সবকটি তারা’ শিরোনামে আনন জামান কৃত গবেষণা নাট্য ‘শিখণ্ডী কথার’ ভিন্ন ভিন্ন রূপের রূপময় প্রকাশ ‘শিখণ্ডী কথা’ নাট্যোৎসব।

Previous articleযুক্তরাষ্ট্রে বৈধতা পাচ্ছেন বাংলাদেশিসহ ৫০ লাখ অভিবাসী
Next articleগোপন তথ্য ফাঁস: প্রবাসীর স্ত্রীকে বিয়ে করলেন রেলমন্ত্রী!