ঢাকা: রাজধানী ঢাকার শীর্ষ সন্ত্রাসী ও ইন্টারপোলের রেড নোটিসধারী পলাতক আসামি মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।
গত ৮ ফেব্রুয়ারি পশ্চিবঙ্গের সিআইডি পুলিশের একটি দল মাসুদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পরে মাসুদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট এর ১৪ ধারায় ব্যারাকপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ইন্টারপোল নয়াদিল্লি শাখা মোল্লা মাসুদের গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদের বিরুদ্ধে রাজধানীর রমনা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।