
বগুড়া: জামায়াতের ডাকা দুই দফা ৭২ ঘণ্টা হরতালের শেষদিন বগুড়ার শেরপুরে ১০টি গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৬টা থেকে ১১টার মধ্যে উপজেলার মহিপুর, জামতলা, কাঠালতলা, কৃষ্ণপুর ও মির্জাপুর ঘোগাব্রিজ এলাকায় ১০টি গাড়ি ভাঙচুর করে পিকেটাররা। খবর পেয়ে পুলিশ আসার আগেই তারা রাস্তা থেকে সরে যায়।
শেরপুর থানার দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাঙচুরের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।