Home Uncategorized শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষে দুই পুলিশসহ ১৫ জন আহত

শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষে দুই পুলিশসহ ১৫ জন আহত

804
0

Songorsho
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চতুরা গ্রামে বৃহস্পতিবার রাতে আওয়ামীলীগের দুই গ্র“পের সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত পনের জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ৪৭ রাউন্ড শর্ট গানের গুলি ও ৬ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আহতদের মধ্যে পুলিশের এস আই মাজহার হোসেন, কনস্টেবল মনির হোসেন, চতুরা গ্রামের বুলু ও সাবু হোসেনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি সগির মিঞা জানান, বৃহস্পতিবার চতুরা গ্রামের আইয়ূব হোসেন হত্যা মামলার আসামীরা জামিন হয়ে বাড়ি এসে বাদী পক্ষের লোকজনের সাথে বসচায় লিপ্ত হন। তিনি আরো জানান, এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে চতুরা গ্রামের তৈয়ব আলী গ্র“প ও কাজী আজম গ্র“পের লোকজন সংঘর্ষে লিপ্ত হয় এবং রাত ৮টা পর্যন্ত সংঘর্ষ চলে। উভয় গ্র“পের লোকজন ঢাল শরকি, রামদা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় ইটের আঘাতে শৈলকুপা থানার এস আই মাজহার হোসেন ও কনস্টেবল মনির হোসেন আহত হন। বেগতিক দেখে পুলিশ ৪৭ রাউন্ড শর্টগানের গুলি ও ৬ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে শৈলকুপা থানায় এখনো কোন মামলা হয়নি।

Previous articleইসলামী আন্দোলনের সমাবেশ শুরু
Next articleকাশ্মীরে সেনা ক্যাম্পে গেরিলা হামলায় নিহত ১৪