Home বিভাগীয় সংবাদ শোক দিবসের আলোচনা সভায় যুবলীগ নেতা খুন

শোক দিবসের আলোচনা সভায় যুবলীগ নেতা খুন

687
0

গাজীপুরের কালিয়াকৈরে শোক দিবসের অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামকে (৪০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার বিকালে কালিয়াকৈরের চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ মাঠে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের সামনেই এ ঘটনা ঘটে। দলীয় আভ্যন্তরীণ কোন্দলেই ওই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত রফিকুল ইসলাম জেলার কালিয়াকৈর উপজেলার টেংরাবাড়ি এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

এলাকাবাসী ও নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকালে উপজেলার চন্দ্রা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল আজিজ। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠান শুরুর কিছু সময় পর বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্য শেষ করে অনুষ্ঠান চলা অবস্থায় মঞ্চ থেকে নেমে ওই কলেজের পশ্চিম পাশে একটি চায়ের দোকানে বসে চা পান করেন। এসময় তার প্রতিপক্ষের ১০-১২ জন যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামসুল হুদা নাঈম জানান, নিহতের পেটে তিনটি, বুকে একটি ছুরিকাঘাতের জখম এবং মাথায় ধারালো আঘাতের চিহ্ন রয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

যুবলীগ নেতা রফিকুল ইসলামের মৃত্যুর খবর অনুষ্ঠান স্থলে পৌঁছালে সভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বক্তব্য না দিয়েই অনুষ্ঠান স্থল থেকে চলে যান। এ ঘটনার পর শোক সভাটি বন্ধ হয়ে যায়।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে কালিয়াকৈর উপজেলা হাসপাতালসহ আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, কারা তার উপর হামলা চালিয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Previous articleজগন্নাথপুরে নিরাপদ সড়ক চাই কমিটির সভা
Next articleমদিনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হজযাত্রী নিহত