Home অর্থনীতি শ্রমিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়েছে: বাণিজ্যমন্ত্রী

শ্রমিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়েছে: বাণিজ্যমন্ত্রী

683
0

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘অপ্রত্যাশিত রানাপ্লাজা দুর্ঘটনার পর সরকার এবং কারখানার মালিকদের আন্তরিক প্রচেষ্টা এবং গৃহীত পদক্ষেপের কারণে এ ধরনের আর কোনো দুর্ঘটনা ঘটেনি।’ তিনি আরো বলেন, শ্রমিকদের জন্য নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শ্রম আইন সংশোধন করে সময়োপযোগী করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে জার্মানির একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের এসব কথা বলেন তোফায়েল আহমেদ। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় সদস্য বিশিষ্ট জার্মানির ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আন্তর্জাতিক সংস্থা ফ্রেডরিখ ইবার্ট ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট মাইকেল সোমার।

Previous articleপ্রধানমন্ত্রী উলামায়ে কেরামকে সম্মানিত করেছেন: শফী
Next articleবিএনপিকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে: মির্জা ফখরুল