Home রাজনীতি শ্রমিকের অধিকার আদায়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: ফখরুল

শ্রমিকের অধিকার আদায়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: ফখরুল

411
0

ঢাকা: ক্ষমতায় না থাকলে টাকা-পয়সা নিয়ে আপনাদের দেশ ছেড়ে পালাতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, তাদের কথাই প্রমাণ হয় নিজেদের অবৈধ ঢাকা পয়সা বাঁচাতে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে। সোমবার সকালে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত র্যাসলিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শ্রমিকের অধিকার আদায়ের জন্য দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শ্রমিক দল আয়োজিত বর্ণাঢ্য র্যাবলিটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। নাইটিঙ্গেল ও শান্তিনগর মোড় ঘুরে নয়াপল্টনে গিয়ে শেষ হয়।

Previous articleবিএনপি ক্ষমতায় এলে শ্রমিকদের পেটে লাথি মারে: ওবায়দুল কাদের
Next articleএস.এ.ও ফাউন্ডেশনের আয়োজনে “দক্ষ ও প্রশিক্ষিত শ্রমের গুরুত্ব” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত