Home আঞ্চলিক সংবিধানবিহীন ছাএ জমিয়তের কমিটি গঠন, জমিয়ত অঙ্গনে চলছে তুলফার

সংবিধানবিহীন ছাএ জমিয়তের কমিটি গঠন, জমিয়ত অঙ্গনে চলছে তুলফার

1033
0

নাইম তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জের বিগত বছরের গঠিত ছাএ জমিয়তের কমিটিকে দু’বছর মেয়াদী মুরব্বীদের সর্বসম্মতীক্রমে গঠিত হয়। ঐ কমিটি কাউকে না জানিয়ে নিজের বুদ্ধিতে কমটির সভাপতি মুরব্বীদের আনুমতি ছাড়াই কমিটির সভাপতি নিজ ক্ষমতার অপব্যবহার করে এক অপুর্ণাঙ্গ কমিটি ঘঠন করলেন এবং সাধারন ছাত্রদের মাঝে এক ঝগড়ার সেতুবন্দন সূষ্টি করলেন।

ছাএ জমিয়েতের স্থানীয় নেতৃবৃন্দ ও সদস্য সুত্রে জানা য়ায়, বিগত কয়েকদিন আগে জমিয়ত নেতা শাহীনুর পাশা চোধরী ও এলাকার জমিয়ত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ছাএ জমিয়তের কমিটিকে দু’বছর মেয়াদী কমিটি ঘোষনা দেন। কিন্তু আজ ছাএ জমিয়ত সভাপতি আব্দুল হাফিজ তিনি নিজ বড়ত্বের গুনে মুরব্বিদের মতামত ছাড়াই এক অপুনাঈ কমিটি গঠন করেন। স্থানীয় নেতৃবৃন্দ জানান, আকাবির আসলাফের আমানত জমিয়ত আজ নিজ মতামতে আকাবির আসলাফের আমানতকে ক্ষতি করা যাবেনা। মুরব্বি ব্যাতিত কমিটি আমার মানিনা। আমারা ঐ কমিটির প্রত্যাখ্যান করে তার এ অসাংবিধানিক কাজের তীব্র প্রতিবাদ জানাই।

Previous articleঅবিলম্বে নির্বাচন জরুরি: খালেদা জিয়া
Next articleঈদের পর আদালতের ডিজিটালাইজেশন কার্যক্রম শুরু হবে: প্রধান বিচারপতি