Home জাতীয় সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে অনেকে ভুল ব্যাখ্যা করেন: প্রধানমন্ত্রী

সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে অনেকে ভুল ব্যাখ্যা করেন: প্রধানমন্ত্রী

1015
0
Hasina
ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে অনেকে ভুল ব্যাখ্যা করেন।তিনি বলেন, বাজেট সম্পর্কে সরকারি দলের সদস্যরা সবচেয়ে বেশি সমালোচনা করেছেন, সরকারের সমালোচনা করেছেন। মত প্রকাশের স্বাধীনতা আছে এটা প্রমাণিত সত্য।বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে বাজেট থেকে ভ্যাট স্থগিত করা হয়েছে। ভ্যাট ধরে মোবাইলফোন থেকে আয় হবে সেটা ধরে নিয়েই ২০ হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় হবে। ব্যাংক থেকে লোন নিতে হবে।

শেখ হাসিনা বলেন, আমাদের সরকার মোট ১৪টি বাজেট দিয়েছে। এবারের মতো এত বড় বাজেট এর আগে কখনও দেয়া হয়নি। ২০০৫-০৬ সালে বাজেটের পরিমাণ ছিল ৬১ হাজার কোটি ৪ লাখ ২৬৬ কোটি টাকা। এবারের বাজেটের এডিপিই হলো ১ লাখ ৫৩ হাজার।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ২০১৬-১৭ অর্থ বছরে বাজেটে যে এডিপি দিয়েছিলাম তা কাটছাঁট করিনি।এডিপি ছিল ১ লাখ ১০ হাজার কোটি টাকা। এরমধ্যে ১ লাখ ৭  হাজার কোটি টাকাই ব্যয় করতে সক্ষম হয়েছি, বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি।

Previous articleজগন্নাথপুরে কার স্বার্থে চাঞ্চল্যকর স্কুলছাত্রী ধর্ষণ মামলা, বাদী-ভিকটিম কেউ জানে না!
Next articleফরহাদ মজহার অপহৃত হননি: আইজিপি