Home রাজনীতি সকল বাধা মোকাবেলা করেই চূড়ান্ত বিজয় অর্জন: ছাত্রশিবির

সকল বাধা মোকাবেলা করেই চূড়ান্ত বিজয় অর্জন: ছাত্রশিবির

476
0

logo shibir 01
ঢাকা: অবৈধ সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ২০ দল আহুত টানা ৭২ ঘন্টা হরতালের ৩য় দিনে রাজধানীসহ সারাদেশে মিছিল, অবরোধ ও সমাবেশ করেছে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা। এসব শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের পেটুয়াবাহীনি হামলা চালিয়ে ২৩জন নেতাকর্মীকে আহত ও ৩১জনকে গ্রেপ্তার করেছে।
দেশের বিভিন্ন স্থানে হরতাল কর্মসূচিতে অংশ নিয়ে শিবির নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রের মুক্তির জন্য ছাত্রজনতার আন্দোলন শুরু হওয়ার পর থেকেই নানা ভাবে হুমকি দিয়ে আসছে অবৈধ সরকার। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী এমপিরা প্রতিদিনই মুক্তিকামী জনতার বুকে গুলি করার হুমকি ও নির্দেশ দিয়ে আসছেন। সম্প্রতি জনগণের অর্থে পালিত আইনশৃঙ্খলা বাহীনির উচ্চ পদস্থ কর্মকর্তারাও অবৈধ সরকারের সাথে কন্ঠ মিলিয়ে হত্যা যজ্ঞের হুমকি দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই সেই হুমকির ফল স্বরুপ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলীয় বিশেষ করে জামায়াত-শিবির নেতাকর্মীরা নির্বিচারে হত্যা করা হচ্ছে। সব কিছুতে ব্যর্থ হয়ে হত্যাযজ্ঞ চালিয়ে আন্দোলন দমন করতে চাইছে অপশক্তি। কিন্তু তাতেও লাভ হচ্ছেনা। বরং মুক্তিকামী ছাত্রজনতার আন্দোলন আরও তীব্র হয়েছে। এতে প্রমাণ হয় অবৈধ সরকার ও তার দোষরদের হত্যা হুমকি নিপিড়ণকে মুক্তিকামী জনগণ পাত্তা দেয়নি। বরং সকল বাধার মোকাবেলা করেই চূড়ান্ত বিজয় অর্জন করবে মুক্তিকামী ছাত্রজনতা।

Previous articleউচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৭ লাখ ৩ হাজার দরিদ্র শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে
Next articleজগন্নাথপুরে মানবাধিকার কাউন্সিলের অভিষেক অনুষ্ঠান