ঢাকা: একই দিনে দুইটি করে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত সরকারের নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ ও হরতালের কারণে সকাল-বিকেল পরীক্ষা নেওয়ার যে গুজব ছিল তা নাকচ করে শিক্ষামন্ত্রী বলেন, এটা গুজব, আপনারা গুজবে কান দেবেন না। সকাল-বিকাল দুটি করে পরীক্ষা নেওয়া হবে না।
২০ দলীয় জোটের হরতালের কারণে পিছিয়ে দেওয়া গত ৮ ফেব্রুয়ারির পরীক্ষা হচ্ছে শুক্রবার। এদিন সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এসব জানান মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, আমি ছেলে-মেয়েদের সাথে মিশি, তাদের মনের কথা বুঝি। দিনে দুটি পরীক্ষা নেব না। কৌশলে পরীক্ষাগুলো শেষ করে ঠিক সময়েই ফল দিয়ে দেব।
তিনি বলেন, গায়ের জোরে পরীক্ষা নেব সেই শক্তি আমাদের নেই। আর শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের কাছে সব থেকে বড়।
গত দুই ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ ও হরতালের কারণে তা পিছিয়ে ৬ তারিখ নেওয়া হয়।
এ বছর পরীক্ষায় ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।