Home জাতীয় সড়ক পরিবহন আইন নিয়ে প্রতারণা করেছে সরকার: মির্জা ফখরুল

সড়ক পরিবহন আইন নিয়ে প্রতারণা করেছে সরকার: মির্জা ফখরুল

1004
0

ঢাকা: ‘সড়ক পরিবহন আইন নিয়ে সরকার শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে। কোটা আন্দোলনেও তারা প্রতারণা করেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সড়ক পরিবহন আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার কথা বললেও সরকার সর্বোচ্চ সাজা পাঁচ বছর করে মন্ত্রিসভায় নতুন আইনের খসড়া অনুমোদন দিয়েছে। যা শিক্ষার্থীদের সাথে প্রতারণার শামিল।’

বিএনপির মহাসচিব আরো বলেন, ‘তারা এর আগে বলেছিল মৃত্যুদণ্ড থাকবে। কিন্তু সর্বোচ্চ এখন পাঁচ বছর আছে। সেজন্যই বলছি এরা প্রতারণা করে। কোটা আন্দোলনেও তারা প্রতারণা করেছে। এখনো তারা প্রতারণা করছে।’

Previous articleআন্দোলনে উসকানি: বিএনপির তিন নেতার বিরুদ্ধে মামলা
Next articleদেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে: এরশাদ