
কুষ্টিয়া: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কোনো সন্ত্রাসবাদী বা অশান্তি তৈরি করা রাজনৈতিক নেতাদের সঙ্গে কোনো আলাপ হবে না। শনিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার ও ভায়া টেস্ট উদ্বোধন শেষে সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার আগে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ইনু বলেন, বিএনপি-জামায়াত ও জঙ্গিবাদীরা আন্দোলনের নামে অন্তর্ঘাত ও সংঘাত সৃষ্টি করেছে। তারা সশস্ত্র আক্রমণের মধ্য দিয়ে একটি নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচনের আগে একটি অস্বাভাবিক সরকার গঠনের চেষ্টা করেছিল। মাফ চাওয়ার কোনো বিষয় যদি থাকে তাহলে বিএনপি নেতাদের দেশবাসীর কাছে মাফ চাইতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, কেন তারা উপুর্যপুরি সন্ত্রাস ও অন্তর্ঘাত তাণ্ডব পরিচালনা করে। কেন তারা যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক করে গণতান্ত্রিক পদ্ধতি বানচালের চেষ্টা করল সে ব্যাপারে তারা জাতির কাছে কৈফিয়ত দেবে। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুন্নাহার, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন ও বারুইপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সাইদুল ইসলাম।