Home বিনোদন সবচেয়ে বেশি খোঁজা মানুষের তালিকায় সানি

সবচেয়ে বেশি খোঁজা মানুষের তালিকায় সানি

714
0

বিনোদন ডেস্বক: লিউডে নিজের আসন পাকা করার কাজে ব্যস্ত এখন সানি লিওন। বলিউডে এন্ট্রি নিয়েছেন অনেক আগেই। তবে এখনও ছবি দিয়ে দর্শকদের মন জয় করতে পারেননি সানি। চলচ্চিত্রে নজর কাড়া পারফর্ম করতে না পারলেও আইটেম গানে ব্যাপক জনপ্রিয় সানি। তার জনপ্রিয়তার কারণেই বলিউড কিং শাহরুখ খান তার পরবর্তী ছবি ‘রইস’র আইটেম গানে সানির সঙ্গে কোমর দুলিয়েছেন। শুধু আইটেম গান দিয়েই যে সানি লিওন বলিউডের অন্য নায়িকাদের পেছনে ফেলছেন সেটা বলাই যায়। কেননা বর্তমানে অধিকাংশ আইটেম গানেই দেখা যাচ্ছে সানিকে। ছবির বাইরের মানুষদেরকেও হার মানাচ্ছেন সানি। ভারতের সবচেয়ে বেশি খোঁজা মানুষের তালিকায় এ বছরও শীর্ষে রয়েছেন সাবেক এই নীল ছবির তারকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অভিনেতা সালমান খানের মতো ব্যক্তিদের পেছনে ফেলেছেন নায়িকা। সম্প্রতি একটি জরিপে এ তথ্য জানিয়েছে ইয়াহু ইন্ডিয়া। এ নিয়ে টানা ৫ বার ভারতের সবচেয়ে বেশি খোঁজা ব্যক্তির তালিকায় শীর্ষে রইলেন সানি।

Previous articleরোহিঙ্গা ইস্যুতে পৃথিবীর সব দেশ ও সংস্থা বাংলাদেশের পাশে রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
Next articleজঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: মেনন