Home জাতীয় সব দল নির্বাচনে অংশ নেবে: প্রধানমন্ত্রী

সব দল নির্বাচনে অংশ নেবে: প্রধানমন্ত্রী

650
0

hasina 11

ঢাকা: তিনটি সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিসহ সবাই অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, সব দলই নির্বাচনে আসবে এটা মনে হচ্ছে। দেখা যাক মানুষ নির্বাচন চায়, না আন্দোলন চায়। এতো দিন তো বলা হতো ঢাকা সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হচ্ছে না। এখনতো নির্বাচন হচ্ছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মন্ত্রিসভার অনেক সদস্যই সিটি নির্বাচন নিয়ে কথা বলেছেন বলে একটি সূত্রে জানা গেছে।

সূত্রটি আরো জানিয়েছে, বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রার্থী নিয়ে কথা হয়েছে। সাইদ খোকন ও হাজী সেলিমের মধ্যে কে ভাল প্রার্থী হবে, কার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি- এ বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় প্রার্থীর পক্ষে-বিপক্ষে কথা হয়েছে। দু’জন প্রার্থী থাকলে দক্ষিণ সিটি করপোরেশনের প্রার্থীর নিশ্চিত বিজয় নিয়ে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন।

এসময় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ঢাকা দক্ষিণে প্রার্থীর যোগ্যতা যাচাই বাচাই করে মনোনয়ন দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

প্রধানমন্ত্রী সবার মতামত শুনলেও কোন মন্তব্য করেননি। তিনি দলের পক্ষে কাউন্সিলর পদে একক প্রার্থী দেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছেন বলেও জানা গেছে।

Previous articleসরকার দেশকে চরম নৈরাজ্যকর অবস্থার মধ্যে ফেলেছে: ২০ দল
Next articleসিটি নির্বাচন: সিদ্ধান্তের এখতিয়ার খালেদার