Home আইন সমাজের অসহায় মানুষের কল্যানে সামর্থবানদের এগিয়ে আসতে হবে: এডভোকেট জুবায়ের

সমাজের অসহায় মানুষের কল্যানে সামর্থবানদের এগিয়ে আসতে হবে: এডভোকেট জুবায়ের

790
0

সিলেট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সমাজের অবেহলিত মানুষকে অভুক্ত রেখে সমাজ জীবনে শান্তি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। ইনসাফভিত্তিক সমাজ ব্যাবস্থা বিদ্যমান না থাকায় আমাদের সমাজে গরীবরা আরো গরীব আর ধনীরা আরো ধনী হচ্ছে। অথচ যাকাত ভিত্তিক ইসলামী সমাজ ব্যাবস্থা বিদ্যমান থাকলে এই ব্যাবধান থাকত না। মাহে রমজান আমাদেরকে শ্রেনীবিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানবতার কল্যানে কাজ করার মহৎ শিক্ষা দিয়ে থাকে। তাই সমাজের সকল সামর্থবান মানুষদেরকে অসহায়দের কল্যানে সাধ্যমত সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।

তিনি গতকাল শুক্রবার সিলেট মহানগরীর ৮নং ওয়ার্ড জামায়াত সভাপতি সমাজ সেবক ফয়জুল হকের পক্ষ থেকে অসহায়দের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগরীর বিমান বন্দর থানা এসি: সেক্রেটারী মাহমুদুর রহমান দেলওয়ার ও এডভোকেট আজিম উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  জামায়াত নেতা মাওলানা আ ফ ম শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল লতিফ, আশরাফ আহমদ চৌধুরী আনছার, মুশাহিদ আলী, সবাজসেবী ফয়জুল হক, ইকবাল আহমদ, সাদিক আহমদ, মুর্শেদ আহমদ প্রমুখ।

Previous articleবিদেশ থেকে ঋণ নেওয়ার প্রক্রিয়া সহজ করল বাংলাদেশ ব্যাংক
Next articleঘরমুখো মানুষের দুর্ভোগ হলে কাউকে ছাড় নয়: ওরায়দুল কাদের