ঢাকা: সময় হলেই জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার দুপুরে তিনি বলেন, যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার (মার্সি পিটিশন) আবেদন করতে চাননি। কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না তা জানতে আগের দিন সকালে কারাগারে এসে তার সঙ্গে দেখা করেন ঢাকা জেলার দুই ম্যাজিস্ট্রেট।
রিভিউ আবেদন খারিজ হওয়ার পর কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার নিষ্পত্তি এবং পরিবারের সঙ্গে সাক্ষাতের বিষয়টি বাকি ছিল বলে আগেই জানিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে পরিবারের সদস্যদের কারাগারে যেতে বলা হয়েছে বলে তার ছেলে হাসান ইকবাল জানিয়েছেন।