Home জাতীয় সরকারি লোকজন লাশ না দেখলে ক্ষতি বুঝে না: ইকবাল হাবিব

সরকারি লোকজন লাশ না দেখলে ক্ষতি বুঝে না: ইকবাল হাবিব

1042
0

Iqbal Habib
ঢাকা: বুয়েটের এক আলোচনা সভায় স্থপতি ইকবাল হাবিব বলেন, সরকারি লোকজন লাশ না দেখলে ক্ষতি বুঝে না। এ কারণে তারা সুন্দরবনের ক্ষতি পরিমাপ করতে পারছে না। সরকারের চরম অবহেলার কারণে সুন্দরবনের এ বিপর্যয়।
মঙ্গলবার বুয়েটের সিভিল ডিপার্টমেন্ট সেমিনার রুমে সুন্দরবন সংলগ্ন শ্যালা নদীতে ফার্নেস তেলবাহী জাহাজ ডুবির ঘটনায় ক্ষয় ক্ষতি সংক্রান্ত গোল টেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
এ আলোচনায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, তেল ছড়িয়ে পড়ার কারণে সুন্দরবনের পুরো জীব বৈচিত্রের ভারসাম্য নস্ট হয়ে যাবে। এ ক্ষতি দশ থেকে বিশ বছরের মধ্যেও পুষিয়ে আনা যাবে না।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম, অধ্যাপক খলিলুল হক চৌধুরী, ড. মুহাম্মদ ইয়াসির আরাফাত খান, ড. এ বি এম বদরুজ্জামান।

Previous articleইসলামী আন্দোলনের রোডমার্চে বাধার অভিযোগ
Next articleঅবিলম্বে কাসেমীর মুক্তির দাবী ইসলামী দলসমূহের