Home রাজনীতি সরকারের উন্নয়নের কথা জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে

সরকারের উন্নয়নের কথা জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে

769
0

বাঘা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর দেশব্যাপী যে উন্নয়ন করেছে তা বিগত কোন সরকার করতে পারেনি। তিনি বর্তমান সরকারের উন্নয়নের কথা জনগনের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। রবিবার সকালে বাঘা উপজেলার সরেরহাট আব্দুলগনি মহা বিদ্যালয় মাঠে ২ নং গড়গড়ী ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ আহ্বান জানান।
গড়গড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনা ও শওকত আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, প্রতিনিধি সভার উদ্দেশ্য ঘুম থেকে মানুষকে জাগানো। আগামী ১১তম জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য প্রতিটা ঘণ্টা, দিন, মাস, সময় উন্নয়ন মুখী রাজনীতি নিয়ে কাজ করে যাওয়ার পরিকল্পনায় হলো আজকের প্রতিনিধি সভার মূল লক্ষ। এ জন্য সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যমতে কাজ করতে হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, বাঘা পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল আলম প্রমুখ।

Previous articleআমরা ডাক্তাররা কী করিব?
Next articleসুনামগঞ্জে সরকারী ত্রাণ নিয়ে বেসামাল দুর্নীতি, অভিযোগের পাহাড়