ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, ধারাবাহিকভাবে কাজ করেই ছাত্রশিবির আজ এ পর্যায়ে এসেছে।
সরকার ছাত্রশিবিরের পথচলায় যত বাধা দিয়েছে, সব বাধাই সময়ের ব্যবধানে অকার্যকর প্রমাণিত হয়েছে।
রোববার সকাল ১০টায় ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত বার্ষিক সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি তারেক আব্দুল্লাহ এর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাত, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম।