ঢাকা: সরকার হিটলার-মুসোলিনির গুপ্ত বাহিনীর আদলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের কবজায় নিয়ে দেশকে চরম নৈরাজ্যকর অবস্থার মধ্যে ফেলেছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয়জ জোট। সোমবার জোটের পক্ষে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ এই অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, আন্দোলন স্তব্ধ করতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে সারা দেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা, গুম, অপহরণ ও নির্যাতন নিপীড়নের মহোৎসবে মেতে উঠেছে।
বিবৃতিতে দাবি করা হয়, এরই ধারাবাহিকতায় বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আজ থেকে ১৩ দিন আগে অপহরণ করে নিখোঁজ রাখা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সরকার হিটলার-মুসোলিনির গুপ্ত বাহিনীর আদলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের কবজায় নিয়ে দেশকে চরম নৈরাজ্যকর অবস্থার মধ্যে ফেলেছে। বিভিন্ন জেলায় যৌথবাহিনীর নামে বিশেষ বাহিনী বিরোধী দলীয় নেতা-কর্মীদের আটক করার পর তাঁদের মৃতদেহ পাওয়া যাচ্ছে।