ঢাকা: খালেদা জিয়ার কার্যালয়ে বিদ্যুৎ, ইন্টারনেট, টেলিফোন ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন করে সরকার নিকৃষ্টতম আচরণ করেছে বলে মন্তব্য করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, দুনিয়ার কোথাও এমন অমানবিক আচরণ দেকা যায়নি। যারা এ আচরণ করেছে আল্লাহ তাদের ছাড়বে না।
সরকার গণতন্ত্রের নামে প্রতিহিংসাপরায়ণতা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।