Home অর্থনীতি সহিংসতায় উৎপাদন খাতে ক্ষতি ১৭ হাজার কোটি টাকা: বিশ্ব ব্যাংক

সহিংসতায় উৎপাদন খাতে ক্ষতি ১৭ হাজার কোটি টাকা: বিশ্ব ব্যাংক

838
0

World Bank

ঢাকা: চলতি বছরের শুরু থেকে তিন মাসে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার কারণে উৎপাদন খাতে প্রায় ১৭ হাজার ১৫০ কোটি টাকা (২ দশমিক ২ বিলিয়ন ডলার) ক্ষতির তথ্য দিয়েছে বিশ্ব ব্যাংক। রবিবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ক্ষতির এই পরিমাণ মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) এক শতাংশ।
যদি রাজনৈতিক অস্থিরতা না থাকত তাহলে চলতি ১০১৪-১৫ অর্থবছরে ৬ দশমিক ৪ থেকে ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হতো। যেহেতু এক শতাংশ ক্ষতি হয়ে গেছে সেহেতু আমাদের হিসাবে ৫ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।
রাজনৈতিক অস্থিরতায় উৎপাদন খাতে প্রতিদিন যে ক্ষতি হয়েছে তার ভিত্তিতে এই হিসাব করা হয়েছে বলে জানান তিনি। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Previous articleকামারুজ্জামানের কবরে হাজারো মানুষের ঢল
Next articleমির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫