আবুল হোসাইন, দিরাই প্রতিনিধিঃ দিরাইয়ে কর্মরত সাংবাদিকদের সম্মানে পৌরসভার মেয়র আজিজুর রহমান বুলবুলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্টিত। বৃহস্পতিবার পৌরসদরের দাউদপুরস্থ মেয়রের বাসভবনে ইফতার পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে পৌর মেয়র আজিজুর রহমান বুলবুল বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা নিয়ে যার যার অবস্থান থেকে সমাজের উন্নয়নে কাজ করতে হবে। সাংবাদিকদের জাতির বিবেক উল্লেখ করে তিনি আরও বলেন, সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্বভাবে দেশের কল্যানে সত্যের পথে অবিচল থাকতে হবে। সাংবাদিকদের এলাকার সমস্যা সম্ভাবনা তুলে ধরে দুর্নীতির বিরুদ্ধে সোচ্ছার থাকতে হবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর ও উত্তরপূর্ব দিরাই প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, দৈনিক সুনামকন্ঠ প্রতিনিধি শামসুল ইসলাম সর্দার, দৈনিক ভোরের কাগজ শাহজাহান মাহমুদ হেলাল, দৈনিক বাংলাবাজার ও সিলেট বাণী প্রতিনিধি শামসুল আলম, দৈনিক আমাদের সময় ও সিলেট সংলাপ প্রতিনিধি সোয়েব হাসান, দৈনিক যায়যায় দিন ও শ্যামল সিলেট প্রতিনিধি আবু হানিফ চৌধুরী, দৈনিক সিলেট সুরমা ও সুনামগঞ্জের ডাক প্রতিনিধি আবুল হোসাইন ও গীতি কবি শাহ আব্দুল তোয়াহেদ প্রমুখ।