Home আঞ্চলিক সাংবাদিকদের সম্মানে সুনামগঞ্জ জেলা পুলিশের ইফতার মাহফিল

সাংবাদিকদের সম্মানে সুনামগঞ্জ জেলা পুলিশের ইফতার মাহফিল

651
0

সুনামগঞ্জ: সাংবাদিকদের সম্মানে সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের হাজীপাড়ায় পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকগণ অংশ নেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, মো. হাবিবুল্লাহ, সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর থানার ওসি মো. শহীদুল্লাহ, ওসি (তদন্ত) মাসুক আলী, ডিআইও ওয়ান আনোয়ার হোসেন মৃধা, ডিবি পুলিশের ওসি মুক্তাদির হোসেনসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তাগন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত করেন সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক।

Previous articleসরকার প্রাকৃতিক দুর্যোগে আধুনিক প্রস্তুতি গ্রহণে ব্যর্থ: রিজভী
Next articleসৈয়দপুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর কমিটি গঠন