ঢাকা: রাজধানীর একটি বাসা থেকে হাত-পা বাঁধা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাহমিদা আকতার (৪২) প্রয়াত সাংবাদিক আকতার-উল-আলমের মেয়ে। আকতার-উল-আলম দৈনিক ইত্তেফাকের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার বেলা ১২ টার দিকে রামপুরা মহানগর প্রজেক্টের ৫ নং রোডের ১০৫ নং বাড়ি থেকে হাত পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
রামপুরা থানার ওসি মাহবুবুর রহমান সমকালকে জানান, ওই বাসায় কর্মরত গৃহকর্মী বাসায় ঢুকে বিছানার ওপর ফাহমিদার লাশটি পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। তিনি জানান, ফাহমিদাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।