ঢাকা: সাংবাদিক প্রবীর সিকদারের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকাল ১১টার দিকে ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতে তাঁকে হাজির করা হলে বিচারক হামিদুল ইসলাম তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। সাংবাদিক প্রবীর সিকদারের পক্ষের আইনজীবী আলী আশরাফ নান্নু জামিনের কপি নিয়ে জেলগেটে গিয়েছেন। এরপর যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার পর এই সাংবাদিককে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক প্রবীর সিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে তিন দিনের পুলিশ হেফাজতে রিমান্ড দেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. হামিদুল ইসলাম তাঁর রিমান্ড মঞ্জুর করেন।