অনলাইন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ এবং ইন্টারনেটে সহিংস সন্ত্রাস দমন ও এসংক্রান্ত প্রচারণার সব চ্যানেল ধ্বংস করতে বাংলাদেশসহ সব দেশ একত্রে কাজ করবে। শুক্রবার চীনের উওজেন শহরে ওয়ার্ল্ড ইন্টারনেট সম্মেলনের শেষ দিনে সাইবার সন্ত্রাসের বিরুদ্ধে এই সম্মিলিত লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেন তথ্যপ্রযুক্তি প্রতিনিধিরা। সম্মেলনে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
এক ফেইসবুক বার্তায় (স্টেটাস) জুনাইদ আহমেদ জানান, শান্তিপূর্ণ, নিরাপদ, উন্মুক্ত ও সহযোগিতামূলক সাইবার স্পেস গঠনে সব দেশের তথ্যপ্রযুক্তিমন্ত্রীদের সঙ্গে মন্ত্রী পর্যায়ের (মিনিস্ট্রিয়াল) বৈঠকে আলোচনা হয়েছে। বুধবার শুরু হওয়া এই সম্মেলনে ফেইসবুক, অ্যাপল, আমাজন, মাইক্রোসফট, মজিলা, স্যামসাংসহ বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান ও দেশের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে নিউ ইন্টারনেট মিডিয়া, মোবাইল ইন্টারনেট ফোরাম, আন্তর্জাতিক ই-কমার্স, ইন্টারনেট শাসন, সাইবার সন্ত্রাস, অর্থনৈতিক উন্নয়নে ইন্টারনেট বিষয়ে ১৪টি সেশন অনুষ্ঠিত হয়।