Home শীর্ষ সংবাদ সাক্ষাত শেষে কারাগার থেকে বের হয়েছেন মাওলানা নিজামীর স্বজনরা

সাক্ষাত শেষে কারাগার থেকে বের হয়েছেন মাওলানা নিজামীর স্বজনরা

375
0

 

ঢাকা: জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর সাথে সাক্ষাত শেষে কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছেন তার পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার রাত ৯টার কিছু পর তারা কারাগার থেকে বের হন। এর আগে আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনটি গাড়িতে করে চার শিশুসহ পরিবারের ২৬ সদস্য কারাগারের মূল ফটকে এসে পৌঁছায়। সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে তিনটি গাড়িতে কারাগারের পথে রওনা হন মাওলানা নিজামীর পরিবারের সদস্যরা।

স্বজনদের মধ্যে নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী, ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন, পুত্রবধূ, দুই নাতি, মেয়ে মহসীনা, নিজামীর চাচাতো ভাই, ভাইয়ের মেয়েসহ নিকটাত্মীয়রা ছিলেন।

মাওলানা নিজামীর ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন নিয়েছেন, আজ বিকেলে কারা কর্তৃপক্ষ ফোন করে পরিবারের সদস্যদের দেখা করতে ডাকে।

Previous articleজগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে নির্বাচনের দাবিতে মানববন্ধন
Next articleনিজামীর ফাঁসি কার্যকরের আদেশ কারাগারে