Home বিভাগীয় সংবাদ সাতক্ষীরায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

530
0

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে দুজন। পুলিশের দাবি, তারা ডাকাত। শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার রহিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বিদ্যুৎ কুমার (৪৬)। তার বাড়ি তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে। আরেকজনের নাম তালহা শেখ (২৬)। তার বাড়ি একই উপজেলার সুজনশাহ গ্রামে।
তালা থানার ওসি হাসান হাফিজুর রহমান জানিয়েছেন, এসআই মোজাফ্ফর হোসেন ও এসআই নাজমুল হক নিয়মিত টহলের অংশ হিসেবে জানতে পারেন, ওই এলাকার লক্ষণ দাসের আমবাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত সোয়া তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ডাকাত দল পালিয়ে যায়। এ সময় তারা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয় লোকজন দুজনকে শনাক্ত করে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, চারটি ককটেল, দুটি গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Previous articleসুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
Next articleজনশক্তি রফতানির পথ সুগম করা দরকার