বিনোদন ডেস্ক: ছবির শুটিং করতে গিয়ে জনতার ভালবাসার পরিবর্তে ভারতের সেক্স বোম্ব সানি লিয়ন পেলেন ভর্ৎসনা। তাকে বরণ করে নেয়ার পরিবর্তে তার বিরুদ্ধে উল্টো হয়েছে মামলা। এ ঘটনা ঘটেছে সুরাটে। গত রোববার ‘এক পেহেলি লীলা’ ছবির শুটিং করার কথা ছিল দেশের হীরার প্রাণকেন্দ্র বলে পরিচিত সুরাটে। যথারীতি দলবল নিয়ে সেখানে হাজির হলে উল্টো সৃষ্টি হয় বিশৃঙ্খলা। লোকজন সেখানে শুটিংয়ের বিরোধিতা করতে থাকে। শেষ পর্যন্ত শুটিংয়ের ভেন্যু পরিবর্তন করতে বাধ্য হন সংশ্লিষ্টরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তলব করা হয় পুলিশ বা নিরাপত্তা রক্ষীদের। ততক্ষণে সানি লিয়নের নামে মামলা ঠুকে দিয়েছে স্থানীয় জনতা। এ খবর দিয়েছে ভারতের একটি অনলাইন ট্যাবলয়েড দৈনিক পত্রিকা। এতে সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, একটি ৫ তারকা হোটেলে ওই শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু পরে ভেন্যু পরিবর্তন করা হয়। এ শুটিং করতে সানি লিয়ন মুম্বই থেকে উড়ে যান বড়োরা এলাকায়। তারপর সড়ক পথে পৌঁছেন সুরাটে। পরিস্থিতি উত্তেজনাকর দেখে স্থানীয় আয়োজকরা ভেন্যু পরিবর্তন করেন শেষ মুহূর্তে। ভেন্যু পরিবর্তন করে নেয়া হয় আরেকটি হোটেলে। এ সময় সানি লিয়নের সঙ্গে ছিলেন তার স্বামী ডানিয়েল ওয়েবার, সহ-অভিনেতা ভানুশালি ও ছবির পরিচালক ববি খান।
সূত্রমতে, স্থানীয় লোকজন জেনে যায় যে, পর্নো তারকা সানি লিয়ন তাদের শহরে পৌঁছেছেন ছবির শুটিং করতে। ফলে তারা তার বিরুদ্ধে একটি এফআইআর করে দেন। এ উত্তেজনার কারণ, এক ব্যক্তিগত পার্টিতে সানি লিয়নকে দেখা গেছে টপলেস অবস্থায়। ওই অনুষ্ঠান হয়েছিল গত এপ্রিলে। সেই থেকে তার বিরুদ্ধে ক্ষেপে ছিল জনতা। পরে দেখা গেছে, ওই পার্টি আয়োজন করেছিল হীরার ব্যবসায়ী কোম্পানি ম্যাকাউ। সেখানে উপস্থিত হয়েছিলেন সানি লিয়ন।