ঢাকা: সাবেক কৃষি প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির নেতা সৈয়দ মো: কায়সারকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে । আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড, আমৃত্যু কারাদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন। রায়ে কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা ১৬টি অভিযোগের মধ্যে ১৪টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এর মধ্যে ৩, ৫, ৬, ৮, ১০, ১২, ১৬ অভিযোগে প্রতিটিতে পৃথকভাবে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এবং ১, ৯, ১৩, ১৪ এ চারটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া ২ নং অভিযোগে ১০ বছর, ৭ নং অভিযোগে সাত বছর, ১১ নং অভিযোগে পাঁচ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে। ৪ এবং ১৫ নং অভিযোগে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা ৫ মিনিটে ট্রাইব্যুনাল ৪৮৪ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত আকারে পড়া শুরু করেন, যা দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ হয়।