Home জাতীয় সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল আর নেই

সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল আর নেই

669
0

Mostofa Kamal
ঢাকা: সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল আর নেই। সোমবার ভোররাত ৩টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহে….রাজেউন) । তার বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোস্তফা কামালের বোন বিখ্যাত সঙ্গীত শিল্পী ফেরদৌসি রহমান ও ভাই মোস্তফা জামান আব্বাসী।
মোস্তফা কামালের মেয়ে ড. নাশিদ কামাল জানান, সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট চত্ত্বরে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
মোস্তফা কামাল ১৯৩৩ সালের ৯ মে রংপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন। জন্মের পর কবি কাজী নজরুল ইসলাম মোস্তফা কামালের নাম রাখেন। ১৯৭৯ সালে ইংল্যান্ডের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন মোস্তফা কামাল। তিনি ১৯৯৯ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন।

Previous articleআন্দোলন সফল না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না: তারেক রহমান
Next articleযাত্রাবাড়ী ও নয়াবাজারে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন