নিউজ ডেস্ক: কালবৈশাখীর তাণ্ডবে উত্তরাঞ্চলের ছয় জেলা লণ্ডভণ্ড হয়ে গেছে। শনিবার রাতে কালবৈশাখীর ছোবলে এ পর্যন্ত ২৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গভীর রাত পর্যন্ত এ সংখ্যা ছিল ১২ জনে।
কালবৈশাখীর তাণ্ডবে সবচেয়ে বেশী প্রাণহানির ঘটনা ঘটেছে বগুড়ায়। এ রিপোর্ট লেখার সময় (পৌনে ১টা) পর্যন্ত সেখানে ১৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, লণ্ডভণ্ড ওইসব জেলার অধিকাংশ এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। টেলিফোন লাইনও বিচ্ছিন্ন রয়েছে। গাছপালা এবং কাঁচা আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
আমাদের অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবরে জানা গেছে, রাজশাহীতে ৫, নওগাঁয় ১, নাটোরে ২, বগুড়ায় ১৪, পাবনায় ১ ও সিরাজগঞ্জে ২ জনের মৃত্যু হয়েছে।