ঢাকা: বিএনপি নেতা সালাহ উদ্দিনকে খুঁজে বের করার দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
ডিবি পরিচয়ে সালাউদ্দিনকে উঠিয়ে নেয়ার বেশ কয়েকদিন পর সরকার বলছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী কোন বাহিনীই সালাউদ্দিনকে গ্রেফতার করেনি। তা হলে ডিবি পরিচয়ে যারা তাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে গেলো এরা কারা ?
বিবৃতিতে তিনি আরো বলেন, সরকারের গেস্টাপো বাহিনীর মতো কোন বাহিনী যদি সালাহ উদ্দিনকে তুলে নিয়ে থাকে তাহলে এর পরিণতি সরকারের জন্যও ভালো হবে না। বিবৃতিতে দলটির সাধারন সম্পাদক আবদুল মালেক রতনও স্বাক্ষর করেছেন।