ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আটক করা হয়নি বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার দুপুরে মিরপুর স্টাফ কলেজে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালাহ উদ্দিন আহমদের পরিবারের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, তাকে যদি আটক করা হতো, তাহলে ২৪ ঘণ্টার ভেতর আদালতে উপস্থিত করার যে বাধ্যবাধকতা রয়েছে তা করা হতো। কে বা কারা তাকে নিয়ে গেছে সে সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলেও জানান পুলিশের মহাপরিদর্শক।