ঢাকা: প্রধানমন্ত্রী বিএনপি’র যুগ্ম সম্পাদক সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজ সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়াকে জবাব দিতে হবে, তিনি তাকে কোথায় লুকিয়ে রেখেছেন। শনিবার পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত এক মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়াকে অবশ্যই বলতে হবে, তিনি সালাহ উদ্দিন আহমেদকে কোথায় লুকিয়ে রেখেছেন। সিটি কর্পোরেশনের কর্মীরা সম্প্রতি খালেদা জিয়ার গুলশানের অফিস থেকে কিছু ময়লা ভর্তি ব্যাগ নিয়ে গেছে। খালেদা জিয়া সম্ভবত এই ময়লা ভর্তি ব্যাগে করে তাকে কোথাও পাচার করে থাকতে পারে।
তিনি বলেন, আমরা সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা খুঁজে বের করতে পারলে তাকে অবশ্যই গ্রেফতার হতে হবে।- বাসস