ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলে তার লাশ বা তাকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায়নি। সালাহ উদ্দিন আহমেদের লাশ ফুলছড়ির চরে আছে। এমন খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযান শুরু করা হয়। অভিযাস চলে রাত ১২টা পর্যন্ত। অভিযানে পুলিশ, ডিবি পুলিশ ও র্যাাবসহ ৪০-৫০ জনের একটি দল, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
কিন্তু চার ঘণ্টা ধরে দুর্গম চরাঞ্চলের বেশ কয়েকটি চরে ব্যাপক তল্লাশি চালিয়েও কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানান ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
জানা গেছে, একটি মোবাইল ফোন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফুলছড়ির চরে অভিযান চালানো হয়। কিন্তু সেখানে তাকে খুঁজে পাওয়া যায়নি। জেলা পুলিশ সুপার আশারাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভুল তথ্য দাতাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। মোবাইল নম্বর শনাক্ত ও তাকে খুঁজের বের করে ভুল তথ্য দেয়ার জন্য আইনের আওতায় নেয়া হবে।