Home বিভাগীয় সংবাদ সিলেটকে বিশ্বের অন্যতম সেরা নগরী হিসেবে গড়ে তুলতে চাই: এডভোকেট জুবায়ের

সিলেটকে বিশ্বের অন্যতম সেরা নগরী হিসেবে গড়ে তুলতে চাই: এডভোকেট জুবায়ের

409
0

নিজস্ব প্রতিনিধি: আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, শুধু অবকাঠামোগত উন্নয়নকেই কোন নগরীর উন্নয়ন বুঝায় না। ছোট শহরের বিশাল জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে জনগোষ্ঠী যেমন উপকৃত হবে তেমনী পাল্টে যাবে নগরীর দৃশ্যপট। কোন ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে এমন কাজ সম্ভব নয়। নাগরিকবৃন্দের মাঝে সচেতনতা সৃষ্ঠি এবং সমন্বয়ই পারে এমন পরিকল্পনা বাস্থবায়ন করতে। আমাদের লক্ষ্য নগর পরিচালনার সাথে নাগরিককে সম্পৃক্ত করে নগরীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। টেবিল ঘড়ি মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে ইনশাআল্লাহ আমি আপনাদের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিবো।
তিনি নগরীর ১৯নং ওয়ার্ডের শিবগঞ্জ রায়নগর এলাকায় টেবিল ঘড়ি মার্কার সমর্থনে অনুষ্ঠিত পথসভায় উপরোক্ত কথা বলেন। বিশিষ্ট সমাজসেবী আব্দুস শহীদ জোয়ারদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেবারপার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, বিজেপির সিলেট জেলা সদস্য সচিব ডা: এ.কে.এম নুরুল আম্বিয়া, আলেমে দ্বীন হাফিজ মাওলানা মশাহিদ আহমদ ও ছাত্রনেতা ফরিদ আহমদ প্রমুখ। পথসভায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

শাহী ঈদগাহ এলাকায় উঠান বৈঠক
এদিকে শুক্রবার রাতে নগরীর ৫নং ওয়ার্ডের শাহী ঈদগাহ এলাকায় টেবিল ঘড়ির সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরব্বী মনাফ মিয়ার সভাপতিত্বে ও মাওলানা ওলীউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরব্বী কাদির মিয়া, ডা: গোলাম মওলা, শাহজাহান মিয়া, আলমগীর হোসেন, মো: শাহজাহান, মতিন মিয়া, সমাজসেবী আমিন হোসেন, রাসেল খান রাশেদ ও আফরোজ জামান প্রমুখ।

Previous articleনিরাপদ ক্যাম্পাসের দাবীতে সিলেট আইএইচটি’র মানববন্ধন
Next articleজমিয়তের (ইমামবাড়ী-কাসেমী) একাংশের কাউন্সিল অনুষ্ঠিত