Home আঞ্চলিক সিলেটে এক কক্ষে নারী-শিশুসহ তিন মরদেহ উদ্ধার

সিলেটে এক কক্ষে নারী-শিশুসহ তিন মরদেহ উদ্ধার

504
0
সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়ার এক কলোনিতে তিনটি লাশ পাওয়া গেছে। এর মধ্যে দু’টি নারীর ও অন্য একটি শিশুর মরদেহ। সোমবার দুপুরে লোকজন থানায় খবর দিলে ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা। মরদেহগুলো বিকৃত আবস্থায় পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝালোপাড়া এলাকার খেয়াঘাট গলির মোস্তফা মিয়ার কলোনির একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে আমরা পুলিশকে বিষয়টি অবগত করি। পুলিশ এসে কক্ষটির তালা খুলে ভেতরে মৃতদেহগুলো দেখতে পায়। এর মধ্যে দু’টি নারী ও একটি শিশুর লাশ রয়েছে।
দক্ষিণ সুরমা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, উদ্ধার কাজ চলছে। বাসার কেয়ারটেকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
Previous articleপাল্টাপাল্টি অভিযোগ ও অনিয়ম-বর্জনে ভোট শেষ, চলছে গণনা
Next articleপদত্যাগে নারাজ নৌমন্ত্রী, বাস চালককে দায়ী করছেন