সিলেট: আধিপত্য বিস্তার নিয়ে সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ সময় দুই রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার রাত পৌনে ১১টার দিকে নগরীর উপশহর তেররতন পয়েন্টে এ ঘটনা ঘটে। সাবেক কাউন্সিলর সেলিম ও যুবলীগ নেতা শামীম ইকবাল গ্রুপের সঙ্গে টিলাগড়ের রণজিত গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেররতন পয়েন্টে সাবেক কাউন্সিলর সেলিম ও যুবলীগ নেতা শামীম ইকবাল গ্রুপের নেতাকর্মীরা আড্ডা দিতেন। কয়েকদিন ধরে ওই আড্ডাস্থল টিলাগড় গ্রুপের নেতাকর্মীরা দখলের চেষ্টা করে আসছিলেন।
এ নিয়ে সোমবার রাতে টিলাগড় গ্রুপের নেতাকর্মীরা তেররতন পয়েন্টে গেলে তাদের সঙ্গে সেলিম ও শামীম গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষকালে দুই রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে বলে জানিয়েছেন শাহপরান থানার ওসি তদন্ত মনিরুল ইসলাম।