Home জাতীয় সিলেটে নগর জামায়াতের আমিরসহ আটক ১০ জন জেলহাজতে

সিলেটে নগর জামায়াতের আমিরসহ আটক ১০ জন জেলহাজতে

347
0

সিলেট নগরীর শিবগঞ্জ সবুজবাগ জামে মসজিদ থেকে আটক সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ ১০ নেতাকর্মীকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তাদেরকে আটক করা হয়। জুবায়ের ছাড়া আটক অন্যরা হচ্ছেন-মোহাম্মদ আব্দুস সবুর, আহমদ আল মাসুদ, মীর হোসেন, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন জামিল, মাহমুদ আহমদ, মোহাম্মদ মোর্শেদ আলম, আব্দুল্লাহ আল মুনিম ও আহমদ হোসেন।

শাহপরান থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, মসজিদে গোপন বৈঠককালে তাদেরকে আটক করা হয়েছে। তবে, জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ২৪ নম্বর ওয়ার্ড জামায়াতের কর্মী ও সবুজবাগ এলাকার প্রবীণ মুরব্বী নূরুল ইসলাম চৌধুরী সম্প্রতি ইন্তেকাল করেন। তার রুহের মাগফেরাত কামনায় বৃহস্পতিবার এশার নামাজের পর সবুজবাগ জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় ওয়ার্ড জামায়াত। এতে সিলেট মহানগর জামায়াতের আমিরসহ বিপুল সংখ্যক জামায়াত শিবির নেতা কর্মী ও স্থানীয় এলাকাবাসী যোগ দেন। এশার নামাজের পর বৃষ্টির কারণে দোয়া মাহফিল দীর্ঘায়িত হয়। দোয়া মাহফিল শেষ হওয়ার পরও অনেক মুসল্লী মসজিদে আটকা পড়েন। রাত পৌনে ১০টার দিকে শাহপরাণ থানা পুলিশ সবুজবাগ জামে মসজিদ ঘেরাও করে। এ সময় পুলিশ সদস্যরা স্থানীয় বাসিন্দা মুসল্লীদের জিজ্ঞাসাবাদ করে তাদের পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেয়। তবে, আটক করে থানায় নিয়ে যাওয়া হয় জামায়াত শিবিরের ১০ নেতাকর্মীকে।

Previous articleজামায়াতের সংকট ও পিছিয়ে পড়া
Next articleলুটপাটের বিরুদ্ধে গা ঝাড়া দিয়ে ওঠার আহ্বান ড. কামালের