Home জাতীয় সিলেটে প্রধানমন্ত্রীর জনসভা স্থগিত

সিলেটে প্রধানমন্ত্রীর জনসভা স্থগিত

677
0
ফাইল ছবি

ঢাকা: জেলা পরিষদ নির্বাচনের তফসিল রবিবার ঘোষণা করা হয়েছে। আগামী ২৩  নভেম্বর সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা স্থগিত করা হয়েছে। তফসিল অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন হবে একারণে এ জনসভা স্থগিত করা হয়েছে।

আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দন আহমদ কামরান বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্র থেকে জনসভার পরিবর্তে কর্মীসভা করার কথা বলা হলেও সিলেটের নেতৃবৃন্দরা এতে আগ্রহ দেখাচ্ছেন না। আর একই দিন সিলেটে যেসব উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল সেগুলোও স্থগিত করা হয়েছে। পরবর্তীতে প্রধানমন্ত্রী এগুলো উদ্বোধন করবেন।

তবে ২৩ নভেম্বর সিলেটে প্রধানমন্ত্রীর বাকি কর্মসুচিগুলো ঠিক থাকবে বলে জানা গেছে।

Previous articleতারেক রহমানের ৫২তম জন্মদিন পালন করছে বিএনপি
Next articleসজিব ওয়াজেদ জয় তথ্য প্রযুক্তিতে নীরব বিপ্লব ঘটিয়ে চলেছেন: ওবায়দুল কাদের