Home বিভাগীয় সংবাদ সিলেটে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

সিলেটে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

265
0

সিলেটের দক্ষিণ সুরমায় বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার রশিদপুর সাতমাইলে এ ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- সুনামগঞ্জের আবু বকর (৫০), আকবর আলী (৫০), আবদুল জফুর (৪৫) ও আবদুল খালিক (৫৫)।

জানা গেছে, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে একটি বাসে সুনামগঞ্জে ফেরত আসছিলেন ৩০ জন মুসল্লি। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে মানবকণ্ঠকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস দক্ষিণ সুরমার সাতমাইল নামক এলাকায় বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যান।

তিনি আরো জানান, আহতদের সিলেট ওসমানী মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

Previous articleজাতীয় পার্টির ৯ বছ‌রে দেশে কোনো গুম খ‌ুন হয়‌নি: এরশাদ
Next article২৭ বছর থেকে নির্বাচনবিহীন এমসি কলেজ ছাত্র সংসদ