সিলেটে পালিত হয়েছে বিশ্ব নাট্য দিবস। এ উপলক্ষে শুক্রবার বিকাল পৌণে ৫টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের করা হয় শোভাযাত্রা। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে বের হওয়া শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে সমাবেশে মিছিল হয়।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- উদীচী’র কেন্দ্রীয় সহ-সভাপতি ব্যারিষ্টার আরশ আলী, নাট্যকার ও সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মণ, সাংবাদিক আল-আজাদ প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৮২ সাল থেকে মঞ্চশিল্পীরা ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উদ্যাপন করে আসছেন।