Home বিভাগীয় সংবাদ সিলেটে বিস্ফোরণে ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬

সিলেটে বিস্ফোরণে ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬

525
0

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় একটি জঙ্গি আস্তানার অদূরে বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরেই এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। পরে আরো তিনজন নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম, সিলেটে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক চৌধুরী আবু মো. কয়সর, সিলেট মদন মোহন কলেজের ছাত্র ওহিদুল ইসলাম অপু (২৬), দাড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম (৩৮) ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির উপপরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফাহিম। নিহত অপর ব্যক্তির বয়স ৩২-৩৫ বছরের মধ্যে। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা ছয়জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া বোমা বিস্ফোরণে অন্তত ৪৩ জন আহত হয়েছেন। তন্মধ্যে র্যা বের গোয়েন্দা শাখার পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আবুল কালাম আজাদ, মেজর আজাদ, দক্ষিণ সুরমা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জনি লাল দে ও জনৈক শিরিন মিয়ার অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য আবুল কালাম আজাদকে রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।

Previous articleসিলেটের শিববাড়িতে থাকতে পারে বড় জঙ্গিনেতা: স্বরাষ্ট্রমন্ত্রী
Next articleবইপড়া উৎসব আগামী কালের সমাপনি অনুষ্ঠান স্তগিত হয়েছে