সিলেট: সিলেট নগরের দরগাহ গেইট এলাকায় একটি ড্রেন থেকে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাহুল (৩৫)। রোববার দুপুর ১২টায় দিকে হোটেল ইশিতা ও মাদার কেয়ার ক্লিনিকের মাঝখানের ড্রেন থেকে কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
রাহুল নগরের বাগবাড়ি এলাকায় বাসিন্দা। তিনি দীর্ঘদিন থেকে মাদার কেয়ার ক্লিনিকের সামনে চা স্টলের পাশাপাশি বিভিন্ন স্থানে পাইকারি চা পাতা ও দুধ বিক্রি করতেন। সম্প্রতি হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি।
জানা গেছে, রোববার সকালে নগরের নগরের দরগাহ গেইটস্থ ইশিতা ও মাদার কেয়ার ক্লিনিকের মাঝখানের ড্রেনে স্থানীয়রা রাহুলের লাশ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এসময় পুলিশ ক্লিনিকের সামনে রাখা রাহুলের ব্যবহৃত মোটরসাইকেল (নম্বর: সিলেট-এ-১১ ১৪৮১) উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে শনিবার দিবাগত রাতে তাকে হত্যা করে লাশ ড্রেনের মধ্যে ফেলে দেয়া হয়েছে।