সিলেটে হত্যার পর লাশ অজ্ঞাত স্থানে ফেলতে গিয়ে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। সিলেট শহরতলীর কুমারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার দুপুর ১টার দিকে খুন হওয়া যুবকের পরিচয় ও খুনি চক্র সম্পর্কে জানতে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ( বিকেল ৩টা) খুনের রহস্য বের করতে পারেনি পুলিশ। আটক যুবকের নাম মখলিছ মিয়া (৩২)। সে কুমারগাঁও শেখপাড়া গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে। সে স্থানীয় মা ইঞ্জিনিয়ারিংয়ের মালিক।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ৪ যুবক মাইক্রোবাসযোগে একটি লাশ নিয়ে কুমারগাঁও গ্রামের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা একটি খালি মাঠে লাশটি ফেলে রাখতে চায়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদেরকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তিন যুবক পালিয়ে গেলেও উৎসুক জনতা মখলিছকে আটক করতে সক্ষম হন। পরে জালালাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
জালালাবাদ থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, আটক যুবকের জবানবন্দি নেওয়া হচ্ছে। তার দেওয়া তথ্যমতে খুনের রহস্য ও নিহত ব্যক্তি সম্পর্কে জানার চেষ্টা চলছে।