Home আঞ্চলিক সিলেটে শিবির-পুলিশ-ছাত্রলীগ ত্রিমুখী সংঘর্ষ

সিলেটে শিবির-পুলিশ-ছাত্রলীগ ত্রিমুখী সংঘর্ষ

953
0

Songorsho 01সিলেট: ঢাকায় পুলিশের গুলিতে নিহত শিবির নেতা এমদাদুল্লাহ (১৮) নিহতের প্রতিবাদে সিলেট মহানগর শিবির আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ-ছাত্রলীগের সাথে শিবিরের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকাল ৪ টায় এ সংঘর্ষ ঘটে নগরীর সুবিদবাজার এলাকায়। প্রায় ২০০ জনের মত নেতা-কর্মী নিয়ে শিবির মিছিল শুরু করলে পুলিশ এসে বাধা দেয়,এ সময় শিবির নেতারা পুলিশের কাছে মিছিল সমাপ্ত করেই চলে যাবেন বলে আশ্বস্ত করলেও পুলিশ লাটিচার্জ শুরু করে। এ পর্যায়ে শিবির কর্মীরা সংগঠিত হয়ে পুলিশকে ধাওয়া দিলে পুলিশ গুলি ছুড়ে আত্নরক্ষার চেষ্টা করে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশের সাথে অস্ত্র নিয়ে যোগ দেয় ছাত্রলীগ নেতা-কর্মীরা, এলাকায় ছড়িয়ে পড়ে আতংক। প্রায় ৩০ মিনিট ব্যপি চলা এই সংঘর্ষে উভয়পক্ষে আহত হন ৬ জন। এদের মধ্যে ২ পুলিশ সদস্য ও রয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষ থামার পর অতিরিক্ত পুলিশ এসে এলাকার প্রতিটি বাসায় তল্লাশী চালিয়ে ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়।সন্ধ্যায় অবশ্য ২ জনকে ছেড়ে দেয়া হয়।

Previous articleঅরক্ষিত স্বাধীনতা বিপন্ন গণতন্ত্র
Next articleজগন্নাথপুরে দুই পক্ষের মধ্যে বারবার বন্দুক যুদ্ধ; নেপত্যে দুই লন্ডনী